সনাতন গড়াই, কাঁকসা: অজয় নদের বাঁধের পাশ থেকে অবাধে মাটি লুঠ করছে দুষ্কৃতীরা। চরম বিপদের আশঙ্কা। বৃহস্পতিবার সকালেও কাঁকসার বিদবিহর গ্রাম পঞ্চায়েতের অজয়পল্লি এলাকায় দেখা গেল মাটি লুঠের ছবি। জেসিবির মাধ্যমে মাটি কেটে ট্রাক্টরে ভরা হচ্ছে। তারপর ওভারলোড মাটি বোঝাই ট্রাক্টর চলে যাচ্ছে বিদ বিহারের বিভিন্ন প্রান্তে। হুঁশ নেই প্রশাসনের। এইভাবে অবাধে মাটি কাটার জেরে দুর্বল হচ্ছে বাঁধ। অজয় নদে জল বাড়লে বাঁধ ভেঙে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, “কয়েকদিন ধরে ৫ থেকে ৬টি ট্রাক্টরে করে আমাদের অজয় নদের বাঁধের পাশের জমি থেকে মাটি কেটে পাচার করা হচ্ছে। নিচু হয়ে যাচ্ছে সেই খাস জমি। ফলে অজয়ের বাঁধ ভেঙে গেলে সহজেই প্লাবিত হবে চাষের জমি থেকে বসবাসের এলাকা। এলাকার প্রভাবশালীদের মদতে এই চক্র চালাচ্ছে বহিরাগতরা। প্রতিবাদ করলে হুমকিও দেওয়া হচ্ছে। প্রশাসন দেখেও দেখছে না।” কাঁকসার ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক মঞ্জু কাঞ্জিলাল বলেন, “অভিযান চালানো হবে। এই চক্রের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনও অবৈধ কাজ বরদাস্ত করা হবে না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।