দুর্গাপুর: থানার উল্টো দিকে মদের দোকানে চুরি। নগদ টাকার সঙ্গে মদের বোতলও চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা! বুদবুদের ঘটনা। বুদবুদ থানার উল্টোদিকের মদের দোকানে দুঃসাহসিক চুরির খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। চুরি গিয়েছে নগদ প্রায় ৫০হাজার টাকা সহ বেশ কয়েক বোতল বিদেশী মদ। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ঘটনার তদন্ত শুরু করেছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
মঙ্গলবার সকালে দোকান মালিক পঙ্কজ চট্টোপাধ্যায় খবর পান, তাঁর দোকানের পিছনদিকে থাকা এক্সজস্ট ফ্যান ভেঙে সেই জায়গা দিয়ে দোকানের ভিতরে ঢুকেছে দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বুদবুদ থানায়। পুলিশ আসে। পঙ্কজ জানান, ক্যাশ বক্সে থাকা প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজে দুষ্কৃতীদের দেখা গিয়েছে। আট বছর আগে একইভাবে দোকানে চুরি হয়েছিল। পুলিশ দ্রুত ঘটনার কিনারা করার আশ্বাস দিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।