রাঁচির রোগীকে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনল দুর্গাপুরের মিশন হাসপাতাল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর: বাঁচার সম্ভাবনা ছিল ২ শতাংশেরও কম। তেমন এক রোগীকে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন দুর্গাপুরের মিশন হাসপাতালের চিকিৎসকেরা। চিকিৎসা বিজ্ঞানের মতে, Ventriculitis, Complicated Hydrocephalus, Bile leakage, এই তিনটি রোগের ক্ষেত্রেই মৃত্যু হার খুব বেশি। সেখানে একজনের শরীরেই যদি এই তিনের সমাহার ঘটে, তাহলে কী হতে পারে সেটা কল্পনা করা অসম্ভব নয়। তেমন এক রোগীকেই সুস্থ করে বাড়ি পাঠাল দুর্গাপুরের মিশন হাসপাতাল। কার্যত অসম্ভবকে সম্ভব করে তুললেন এই হাসপাতালের চিকিৎসকেরা।

একসঙ্গে ওই তিনটি অসুখের শিকার হয়েছিলেন রাঁচির বাসিন্দা মধ্য-চল্লিশের এক মহিলা। মস্তিস্ক ও পেটের জটিলতম রোগে আক্রান্ত ওই মহিলাকে আর কখনও যে সুস্থ করে তোলা যাবে, সেই আশা কার্যত ছেড়ে দিয়েছিলেন বাড়ির সবাই। মহিলা Complicated Hydrocephalus-এ আক্রান্ত হওয়ায় মস্তিস্কে জল জমতে শুরু করে। ২০০২ সালে মহিলার মস্তিষ্কে অপারেশন করে VP shunt বসানো হয় যার মাধ্যমে মস্তিষ্কে ছড়িয়ে পড়া ফ্লুইড একটি টিউব দিয়ে পেটের মধ্যে এসে পড়তে থাকে। তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। পরে তাঁর গলব্লাডারে সমস্যা দেখা দেয়। গত অগস্টে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে তাঁর গলব্লাডার অপারেশন হয়। ত্রুটিপূর্ণ অস্ত্রোপচারের জন্য তাঁর পিত্তনালী ফুটো হয়ে গিয়ে পিত্তরস বেরিয়ে আসতে (Bile leakage) শুরু করে। এর জেরে প্রথমে মহিলার পেটে ও পরে shunt ধরে মস্তিস্কে ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়ে। প্রাণসংশয় দেখা দেয় তাঁর।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

চিকিৎসার জন্য তাঁকে আনা হয় দুর্গাপুরের মিশন হাসপাতালে। শুরু হয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিকিৎসা। ধাপে ধাপে শারীরিক উন্নতি হতে থাকে তাঁর। প্রায় একমাস ধরে চিকিৎসার পরে তিনি একসময় পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ওই মহিলাকে কার্যত মৃত্যুমুখ থেকে ফিরিয়ে এনে সুস্থ করে তোলার পিছনে উল্লেখযোগ্য অবদান রয়েছে হাসপাতালের স্নায়ু-শল্য চিকিৎসক ডা. সত্যজিৎ দাস, স্নায়ু-শল্য চিকিৎসক ডা. গোপীকৃষ্ণ কুরসা, গ্যাস্ট্রো-এন্টেরোলজিস্ট ডা. অর্ণব দে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. অক্ষয়কুমার দাস-প্রমুখের। চিকিৎসার পরে বাড়ি যাওয়ার প্রায় দুই মাস পরে তিনি বুধবার চেকআপের জন্য এসেছিলেন মিশন হাসপাতালে। হাসপাতালের চেয়ারম্যান ডা. সত্যজিৎ বসু জানান, এখন তিনি সুস্থ আছেন।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
রাঁচির রোগীকে কার্যত মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনল দুর্গাপুরের মিশন হাসপাতাল
News
রাঁচির রোগীকে কার্যত মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনল দুর্গাপুরের মিশন হাসপাতাল
:
তেমন এক রোগীকেই সুস্থ করে বাড়ি পাঠাল দুর্গাপুরের মিশন হাসপাতাল। কার্যত অসম্ভবকে সম্ভব করে তুললেন এই হাসপাতালের চিকিৎসকেরা।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!