খোদ বিধায়কের ঘরেই জল নেই! ডিএসপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: খোদ বিধায়কের ঘরে জল নেই শনিবার বিকাল থেকে। প্রায় দেড় হাজার টাকা দিয়ে জলের ট্যাঙ্কার কিনে চাহিদা মেটাচ্ছেন। রেগে কাঁই বিধায়ক। তাঁর বক্তব্য, এত টাকা দিয়ে জল কেনার ক্ষমতা ক’জনের আছে? পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই থাকেন ডিএসপি টাউনশিপে ডিএসপির কোয়ার্টারে। সেই কোয়ার্টারেই জল আসেনি শনিবার বিকালে ও রবিবার সকালে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
রবিবার বিধায়ক বলেন, “আগে থেকে কোনও মাইকিং করা হয়নি। আচমকা জল বন্ধ হয়ে গিয়েছে। শৌচাগারে যাবার জল টুকু পর্যন্ত নেই। আগে থেকে বললে মানুষ সতর্ক হয়ে যায়। জল সঞ্চয় করে রাখে। ডিএসপির অফিসারদের চরম গাফিলতি। তাঁরা মাইনে নিচ্ছেন কিন্তু কাজ করছেন না। কেন্দ্রীয় সরকারকে বদনাম করার চক্রান্ত করে এমন পরিস্থিতি তৈরি করছেন। আমি চিঠি দেব। ব্যবস্থা নেব। কেন এমন হবে? সাধারণ মানুষ কোথা থেকে জল পাবে?” আইএনটিটিইউসি কোর কমিটির সদস্য় মানস অধিকারী বলেন,”বিধায়ক জল পাচ্ছেন না। দায় ঠেলে দিচ্ছেন কেন্দ্রীয় সংস্থার উপর। মোদিজি কে নতুন করে বদনাম করার কিছু নেই। উনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনওটাই পূরণ হয়নি। এটা তার ফল।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

