প্রায় ১৪ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে অ্যাম্বুল্যান্সটি কেনা হয়েছে। এর ফলে মিশনের চিকিৎসা পরিষেবা প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিতে সুবিধা হবে।
——————————————-
দুর্গাপুর দর্পণ, বাঁকুড়া, ৯ ডিসেম্বর ২০২৩: বাঁকুড়া রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স তুলে দিলেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অর্থে বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী কৃত্তিবাসানন্দ মহারাজের হাতে অ্যাম্বুল্যান্সের চাবি তুলে দেন তিনি।
জানা গিয়েছে, প্রায় ১৪ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে অ্যাম্বুল্যান্সটি কেনা হয়েছে। এর ফলে মিশনের চিকিৎসা পরিষেবা প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিতে সুবিধা হবে। উপকৃত হবেন এলাকাবাসী। বাঁকুড়াবাসীর সুবিধার্থে মিশন কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুল্যান্স প্রদান করা হয় বলে জানান সাংসদ।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।