আধার কার্ড নিয়ে বড় আপডেট, আঙুলের ছাপ বা রেটিনা স্ক্যান আর বাধ্যতামূলক নয়!

আধার কার্ড নিয়ে বড় আপডেট, আঙুলের ছাপ বা রেটিনা স্ক্যান আর বাধ্যতামূলক নয়!
WhatsApp Group Join Now

আঙুলের ছাপ ও রেটিনা স্ক্যান, দুটিতেই যদি কারওর সমস্যা হয়, তাঁরও আধার কার্ড আটকানো যাবে না

——————————————-

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১০ ডিসেম্বর ২০২৩: আধার কার্ডের (Aadhar Card) জন্য আর বাধ্যতামূলক নয় আঙুলের ছাপ বা রেটিনা স্ক্যান! কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, কারও হাতের আঙুল না থাকলে বা রেটিনা স্ক্যান করা সম্ভব না হলেও আধার কার্ড করা আটকানো যাবে না। আঙুল না থাকলে চোখের মণি স্ক্যান করে আবার কারও চোখের মণি স্ক্যান না করা গেলে আঙুলের ছাপেই কাজ চলবে। দুটির একটিও না হলে অন্য পথ নিতে হবে।

জানা গিয়েছে, কেরলের বাসিন্দা জোসিমল পি জোস নামে এক মহিলা হাতে আঙুল না থাকায় আধার কার্ড করাতে পারছিলেন না। কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের হস্তক্ষেপে তাঁর নাম ওঠে। কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক এবার নির্দেশ দিয়েছে, আঙুলের ছাপ ও রেটিনা স্ক্যান, দুটিতেই যদি কারওর সমস্যা হয়, সেক্ষেত্রে আবেদনকারীর নাম, লিঙ্গ, ঠিকানা, জন্ম তারিখ-সহ অন্য কোনও বায়োমেট্রিক এনরোলমেন্ট সফটওয়ারে আপলোড করতে হবে। এধরনের আবেদনকে ‘ব্যতিক্রমী’ হিসেবে নথিভুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!