ট্রাফিক আইন ভেঙে পুর নিগমের নম্বর প্লেট বিহীন গাড়়ি দাপিয়ে বেড়াচ্ছে দুর্গাপুর জুড়ে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ট্রাফিক আইন ভেঙে পুর নিগমের নম্বর প্লেট বিহীন গাড়়ি দাপিয়ে বেড়াচ্ছে শহরে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরের রাস্তায় ছুটে বেড়ায় দুর্গাপুর নগর নিগমের মিশন নির্মল বাংলার গাড়ি। ট্রাফিক পুলিশ দেখেও দেখে না। বিরোধীদের প্রশ্ন, এই সব গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে কে দায় নেবে? গাড়ি আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীরা। পুরসভা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
জানা গিয়েছে, ট্রাফিক আইন ভেঙে দুর্গাপুরের রাস্তায় সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত এই সব গাড়িকে বেপরোয়া গতিতে বর্জ্য নিয়ে ছুটতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ, সেভ লাইফ বার্তাকে শিকেই তুলে দুর্গাপুর নগর নিগমের নির্মল মিশন বাংলার গাড়ি ছুটছে শহরের রাস্তায়। ভগত সিং স্টেডিয়ামের পেছনে রয়েছে নম্বর প্লেট বিহীন এই গাড়িগুলি। পাঁচ-ছয় বছর ধরে দুর্গাপুর নগর নিগমের হয়ে বর্জ্য সংগ্রহ করে চলেছে মিশন নির্মল বাংলার এই গাড়িগুলি।
দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তেওয়ারির সাফাই, কোভিডের সময় এই গাড়িগুলি কেনা হয়েছিল। একটা সমস্যা ছিল। কিন্তু বার বার বারণ করা সত্বেও কে বা কারা এই গাড়িগুলি রাস্তায় নামিয়ে দিচ্ছে, তা দেখা হচ্ছে বলে জানান তিনি। প্রশ্ন উঠেছে, নম্বর প্লেটবিহীন এই গাড়িগুলি যদি দুর্ঘটনা ঘটায় তাহলে এর দায় কে নেবে? ইন্সুরেন্স ক্লেম হবে না। মিশন নির্মল বাংলার এক গাড়ির চালকের দাবি, দুর্গাপুর নগর নিগমের ভেহিকেলস বিভাগ সব জানে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ট্রাফিক পুলিশ অহেতুক সাধারণ মানুষকে হেনস্থা করে। অথচ দুর্গাপুর নগর নিগমের মিশন নির্মল বাংলার এই গাড়িগুলিকে দেখতে পায় না। প্রতিক্রিয়া বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। নম্বর প্লেট ছাড়া এই গাড়িগুলি কোনও নেতার নয় তো? প্রশ্ন তুলেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী নগর নিগমের উদাসীনতার সমালোচনা করেছেন। কিন্তু এত কিছুর পরেও নগর নিগমের ঘুম কি আদৌ ভাঙবে, প্রশ্ন শহরবাসীর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

