ন্যাশনাল গোল্ডেন আইকন সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজিত হবে দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: এবারের ন্যাশনাল গোল্ডেন আইকন সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজিত হবে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে। ১৩ জুলাই আয়োজিত এই প্রতিযোগিতায় বিচারক তথা অতিথি হিসাবে থাকবেন টলিউডের খ্যাতনামা অভিনেত্রী দেবলীনা দত্ত ও অভিনেতা জন ভট্টাচার্য। এছাড়াও জুরির আসন অলংকৃত করবেন স্পেনের বিখ্যাত মডেল ইউগলেডি পেরেজ, কলকাতা থেকে চন্দনা জানা, শুভ ঘোষ সহ প্রমুখ।
দুর্গাপুরের ফ্যাশন সংস্থা লেডি ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজক। শুক্রবার দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে পোস্টার লঞ্চ ও থিম সং প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পোস্টার লঞ্চ করেন সংস্থার কর্ণধার পারোমি গোস্বামী। তিনি জানান, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সৌন্দর্য প্রতিযোগিতায় খেতাব জয় করেছেন। তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে ছাত্র-ছাত্রীরা অনেকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত হয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুরে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতার জন্য এখন পর্যন্ত ১০৫ জন বিভিন্ন ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন। পশ্চিমবাংলার পাশাপাশি মুম্বাই, দিল্লি, গুজরাট সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা আসবেন। সাতটি বিভাগে এই প্রতিযোগিতা হবে। শিশুদের ক্ষেত্রেও বিভিন্ন বিভাগ রয়েছে। ফ্যাশন সংক্রান্ত একটি ম্যাগাজিনও প্রকাশ করতে চলেছেন পারোমি। সেই ম্যাগাজিনের প্রচ্ছদ প্রকাশ হয় এদিন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

