দুর্গাপুরে জাতীয় মহিলা কমিশনের ‘জন শুনাই’, ৬০ জন মহিলার অভিযোগ শুনল কমিশন

দুর্গাপুরে জাতীয় মহিলা কমিশনের ‘জন শুনাই’, ৬০ জন মহিলার অভিযোগ শুনল কমিশন
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে জাতীয় মহিলা কমিশনের ‘জন শুনাই’ কর্মসূচীর আয়োজন করা হয়। সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত ওই কর্মসূচীতে পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডা. অর্চনা মজুমদার। প্রায় ৬০ জন মহিলার অভিযোগ শোনে কমিশন। তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন পুলিশ আধিকারিকদের কাছে।

তিনি বলেন, “প্রতিদিন জাতীয় মহিলা কমিশনের কাছে প্রচুর অভিযোগ জমা পড়ে। সেই জন্য আমরা ঠিক করেছি, এলাকায় এলাকায় গিয়ে এলাকার পুলিশ আধিকারিকদের এবং অভিযোগকারীদের সঙ্গে নিয়ে বৈঠক করার। সেই বৈঠক থেকেই অভিযোগের সমাধান করা হচ্ছে। দেখা যাচ্ছে, শাসক দল কারওর বাড়ি দখল করে নিয়েছে। বাড়ির সদস্যদের রাস্তায় জায়গা হয়েছে। এই বিষয়গুলি পুলিশ চাইলে দ্রুত সমাধান করতে পারে। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। সেই অভিযোগের দীর্ঘদিন ধরে সমাধান না হওয়ায় আমাদের এলাকায় এলাকায় যেতে হচ্ছে। এখানেও ৬২ জন অভিযোগকারীকে ডাকা হয়েছিল।”

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে আক্রমণ করে বলেন, ‘আমি কিন্তু খোঁজ নেব, বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে। কিছু বাচ্চা ছেলেকে ৫-৬ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে।’ এই বক্তব্যের তীব্র সমালোচনা করে ডা. অর্চনা মজুমদার বলেন, “বিএসএফ যদি পাথর ছোঁড়ার কাজ করতো তাহলে বিএসএফ নামার পর সেই জায়গায় শান্তি বিরাজ করত না। আমরা যে পাথরবাজি দেখতে অভ্যস্ত পশ্চিমবঙ্গে, সেটা রামনবমীর শোভাযাত্রা হোক বা ধর্মীয় কোনও শোভাযাত্রায়, বিশেষ করে গ্রামের দিকে, যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী নামছে, ততক্ষণ শান্তি ফিরছে না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!