ফার্মেসি পড়ে কীভাবে কেরিয়ার গড়া যায়, BCRCP-তে এসে জানল নবোদয়ের পড়ুয়ারা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ জানুয়ারি ২০২৪: সম্প্রতি পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy College of Pharmacy and Allied Health Sciences (BCRCP) কলেজে বিজ্ঞান জ্যোতি ক্যাম্পের (Vigyan Jyoti Camp) আয়োজন করা হয়। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন এই প্রকল্পে দুর্গাপুরের জওহর নবোদয় বিদ্যালয়ের (Jawhar Navodaya Vidyalaya, Durgapur) ছাত্ররা যোগ দেয়। একাদশ শ্রেণীর মোট চল্লিশজন পড়ুয়া শিবিরে অংশগ্রহণ করে।

কলেজের অধ্যক্ষ ডঃ সমীর কুমার সামন্ত ক্যাম্পের সূচনা করেন। অধ্যক্ষ তাঁর বক্তব্যে ফার্মেসি নিয়ে পড়াশোনার নানান দিক পড়ুয়াদের সামনে তুলে ধরেন। কলেজের গবেষণা বিভাগের প্রধান ডঃ শুভব্রত রায় কীভাবে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা এবং গণিত, একে অপরের সঙ্গে সংযুক্ত, সেই দিকটি ব্যাখ্যা করেন। উপস্থিত ছিলেন বিসিআরইসি গ্রুপের আধিকারিক (পিআর) অমিতাভ ঘোষ।

পরে পড়ুয়ারা কলেজের শিক্ষকদের নেতৃত্বে কলেজের বিভিন্ন গবেষণাগার, ঔষধি গাছের বাগান, প্রাণী ঘর, জাদুঘর প্রভৃতি পরিদর্শন করেন। জওহর নবোদয় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নির্মল কুমার মন্ডল পড়ুয়াদের সঙ্গে দিনভর উপস্থিত ছিলেন। এমন একটি সফল ক্যাম্প আয়োজনের জন্য তিনি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!