রাজ্যের একমাত্র সরকারি স্কুল হিসাবে তৃতীয় ডিজিটাল ক্লাসরুম চালু হল নেপালি পাড়া হিন্দি হাইস্কুলে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে তৃতীয় ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন হল মঙ্গলবার। একটি বেসরকারি সংস্থা সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় এই ক্লাসরুম তৈরি করে দিয়েছে। সংস্থার ডিরেক্টর শঙ্করলাল আগরওয়ালকে স্কুল কর্তৃপক্ষ আবেদন জানিয়েছিলেন। তিনি সাড়া দেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
উল্লেখ্য, রাজ্যে নেপালি পাড়া হিন্দি হাই স্কুলই একমাত্র সরকারি স্কুল, যেখানে তিনটি ডিজিটাল ক্লাসরুম রয়েছে। এর আগে, ২০২২ সালে প্রথম ডিজিটাল ক্লাসরুম এবং ২০২৪ সালে দ্বিতীয়টি স্থাপন করা হয়। ডিজিটাল ক্লাসরুমের সংখ্যা বৃদ্ধির ফলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুবিধা বাড়বে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হক। তিনি বলেন, “আমাদের স্কুলের উন্নতিতে সরকারি অনুদানের পাশাপাশি সামাজিক সংস্থাগুলিরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”
এই ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করেন পবন আগরওয়াল। তিনি বলেন, “এই স্কুল কোনোভাবেই একটি বেসরকারি স্কুলের চেয়ে কম নয়। এখানকার শৃঙ্খলা ও শিক্ষার মান অত্যন্ত উন্নত।” উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনওয়ারি খৈতান, ড. অঙ্কিতা আগরওয়াল, মুক্ত কান্তি নাহা, মহম্মদ হাশিম সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য সদস্যরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
