পুর নিগমে নির্বাচিত বোর্ড নেই, ফান্ড বন্ধ করল কেন্দ্রীয় সরকার

পুর নিগমে নির্বাচিত বোর্ড নেই, ফান্ড বন্ধ করল কেন্দ্রীয় সরকার
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুর নগর নিগমের বোর্ডের মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালের ৫ সেপ্টেম্বর। তারপর থেকে কাজ চালাচ্ছে ৫ সদস্যের প্রশাসকমন্ডলী। আড়াই বছর ধরে নির্বাচিত বোর্ড না থাকায় কেন্দ্রীয় সরকার এনক্যাপ ফান্ড (ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম) বন্ধ করে দিল। ফলে উন্নয়নের কাজ ব্যাহত হবে দুর্গাপুর পুর নিগমের এলাকায়।

নগর নিগম সূত্রে জানা গিয়েছে, গত দুই অর্থ বর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আসেনি। এবার এনক্যাপ ফান্ডের টাকাও বন্ধ করে দেওয়া হল। সূত্রের খবর, বর্তমানে দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন প্রান্তে প্রায় ২০০ টি ছোট বড় রাস্তার কাজ চলছে। কেন্দ্রীয় ফান্ড বন্ধ হয়ে গেলে এই রাস্তার কাজগুলি কী ভাবে হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও প্রশাসকমন্ডলীর চেয়ার পার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়ের দাবি, “আমরা নগর উন্নয়ন দপ্তরের কাছ থেকে মৌখিকভাবে জানতে পেরেছি, যেসব পুরসভা গুলিতে নির্বাচন হয়নি সেগুলিতে আর অর্থ কমিশন বা এনক্যাপ থেকে কোন ফান্ড দেওয়া হবে না। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোন লিখিত নির্দেশ আসেনি। এই ফান্ডগুলো যদি সত্যিই বন্ধ হয়ে যায় তাহলে উন্নয়নের কাজে চরম সমস্যা হবে। রাস্তাঘাট তৈরিতে ব্যাঘাত ঘটবে, কুয়োতে পানীয় জল শুকিয়ে যাবে, লাইটের সমস্যা, ড্রেনের সমস্যা বেড়েই যাবে। পর্যাপ্ত ফান্ড না এলে আমাদের ফান্ড বাড়ানোর ব্যবস্থা করতে হবে। সাধারণ মানুষকে কম কষ্ট দিয়ে কিভাবে উন্নয়নের কাজগুলি করা যায়, সে নিয়ে বৈঠক করব।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

তিনি জানান, অর্থ কমিশনের কাছ থেকে কখনও ৮ কোটি কখনও ১০ কোটি, কখনও ১৫ কোটি টাকার ফান্ড আসতো। কিন্তু ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ অর্থবর্ষে কোন ফান্ড আসেনি। এনক্যাপ ফান্ড থেকে ৪৪ কোটি টাকা এসেছিল। সেই ফান্ডের মাধ্যমে আমরা প্রচুর কাজ হয়েছে। আপাতত সেই ফান্ডের টাকা শেষ। “নগর নিগমে চরম দুর্নীতি হচ্ছে। সেই জন্যই ফান্ড আটকে দেওয়া হচ্ছে। পাঁচ সদস্যের প্রশাসকমন্ডলী কিছু কাজ করতেই পারছে না। সাধারণ মানুষ কোন পরিষেবা পাচ্ছে না। যদি নির্বাচন হতো, তাহলে ফান্ডও আটকাতো না”, কটাক্ষ বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডলের।

Highlight
পুর নিগমে নির্বাচিত বোর্ড নেই, ফান্ড বন্ধ করল কেন্দ্রীয় সরকার
News
পুর নিগমে নির্বাচিত বোর্ড নেই, ফান্ড বন্ধ করল কেন্দ্রীয় সরকার
:
নগর নিগম সূত্রে জানা গিয়েছে, গত দুই অর্থ বর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আসেনি। এবার এনক্যাপ ফান্ডের টাকাও বন্ধ করে দেওয়া হল।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!