দুর্গাপুর দর্পণ, ২৫ জুন ২০২৪: সোমবার মুখ্যমন্ত্রী নবান্ন থেকে অবৈধ দখলদার উচ্ছেদ নিয়ে সরব হয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, সরকারি জমি দখল করে বসে থাকা চলবে না। দখলদার উচ্ছেদ করতে হবে। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) উচ্ছেদ নোটিশ দেওয়া হয় অবৈধ দখলদারদের। সময় দেওয়া হয়েছে মাত্র ৩দিন।
এদিন বিকেলে এডিডিএ-র আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে মাইকিং করেন। এত অল্প সময়ে কিভাবে মালপত্র সরিয়ে নেবেন ভেবে পাচ্ছেন না দোকানদারেরা। চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছেন তাঁরা। এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত বলেন, “দুর্গাপুরের মানুষের স্বার্থে, পরবর্তী প্রজন্মের স্বার্থে দখলদার মুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে আমাদের পক্ষে কাজ করতে সুবিধা হবে।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এদিনই সকালে ডিপিএল টাউনশিপে জবরদখল করে বসবাস করা কোয়ার্টারগুলিতে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে বিদ্যুৎ দফতর। এর ফলে বিপাকে পড়েছেন সেই সব কোয়ার্টারে বসবাসকারীরা। তাঁদের দাবি, কেউ ২৫ হাজার, কেউ ৩০হাজার টাকা পার্টির নেতাদের দিয়ে কোয়ার্টারে ঢুকেছেন তাঁরা। বিরোধীদের দাবি, তৃণমূলের স্থানীয় নেতারা সরকারি কোয়ার্টারে মোটা টাকার বিনিময়ে লোক বসিয়েছে। বিনা পয়সায় জল, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে। যদিও আইএনটিটিইউসি নেতা কল্লোল ব্যানার্জি দাবি করেন, যারা বসিয়েছে, তারা তৃণমূলের কেউ নয়। তবে ক্ষোভে ফুসছেন কোয়ার্টারে থাকা মানুষজন। তাঁরা সাফ জানিয়েছেন, টাকার বিনিময়ে তাঁরা এসেছিলেন। ভোট মিটতেই এভাবে তৃণমূল নেতারা হাত তুলে নেবেন, ভাবতে পারেননি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।