পড়াশোনার সঙ্গে সামাজিক কাজ করার শপথ নিয়ে এনএসএস দিবস উদযাপন হল BCRAPC-তে

পড়াশোনার সঙ্গে সামাজিক কাজ করার শপথ নিয়ে এনএসএস দিবস উদযাপন হল BCRAPC-তে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার এনএসএস দিবস পালন করা হয় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডা. বি. সি. রায় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস-র (BCRAPC) এনএসএস শাখার উদ্যোগে। কলেজের আশুতোষ ভবনের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং দুর্গাপুর সাব ডিভিশন্যাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক কবি ঘোষ।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কলেজের এনএসএস শাখার সমন্বয়কারী ড. অনিতা বর্মণ। কবিবাবু তাঁর বক্তব্যে কলেজের ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সমাজসেবায় যুক্ত থাকার আর্জি জানান। তিনি বলেন, “ছাত্র-ছাত্রীদের পরিচয় তাদের নাম নয়, তাদের কাজ হওয়া উচিত।” কলেজের অধ্যক্ষ ড. রাজীব রায় বলেন, “এনএসএসের উদ্দেশ্য হল, সমাজের সুষম উন্নয়নের লক্ষ্যে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা জাগিয়ে তোলা।” অনুষ্ঠানে প্রায় ৮০ জন স্বেচ্ছাসেবক এবং ১০ জন ফ্যাকাল্টি মেম্বার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একটি কুইজ প্রতিযোগিতাও আয়োজন করা হয়। সবশেষে এনএসএস শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
পড়াশোনার সঙ্গে সামাজিক কাজ করার শপথ নিয়ে এনএসএস দিবস উদযাপন হল BCRAPC-তে
News
পড়াশোনার সঙ্গে সামাজিক কাজ করার শপথ নিয়ে এনএসএস দিবস উদযাপন হল BCRAPC-তে
:
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কলেজের এনএসএস শাখার সমন্বয়কারী ড. অনিতা বর্মণ। কবিবাবু তাঁর বক্তব্যে কলেজের ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সমাজসেবায় যুক্ত থাকার আর্জি জানান।
Published By
error: Content is protected !!