
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কয়েকদিন আগে গুগল ম্যাপে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের এএসপি স্টেডিয়ামের সামনের রোটারিতে ‘পুলিশ টাকা নেয়’, এমনই চাঞ্চল্যকর লেখা নজরে এসেছিল। এবার গুগল ম্যাপে ডিএমসি মোড়ে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ‘এইখানে পুলিশ গাড়ি ধরে, সবাই সাবধান’ এমন লেখা নজরে এসেছে।
ধীরেশ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “প্রত্যেকটি গাড়ি আটকানো হয়। সিভিক ভলেন্টিয়াররা সাইডে নিয়ে যায়। কমিশনারের কাছে আমি নিয়ে যেতে পারব তিন-চার জনকে যাদের কাছে টাকা নেওয়া হয়েছে। অথচ তাদের কোনও চালান দেওয়া হয়নি। আমার সাথেও দুর্গাপুর মহিলা কলেজের সামনে দুর্ব্যবহার করা হয়েছে। কিছু ভালো অফিসার আছেন, ট্রাফিকের ওসিও ভালো মানুষ। এসিপি ও ডিসিও ভালো মানুষ। তাঁদের নজরে এই বিষয়টি এলে তাঁরা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু যারা এই ধরণের কাজ করছে তারা থেকে যাচ্ছে একই জায়গায়। আমরা এর থেকে মুক্তি চাইছি।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার বলেন, “যাঁরা ট্রাফিকের কাজকে বদনাম করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মানুষ কেন এই ধরণের মতামত দিচ্ছে সেটাও জানা হবে। আমাদের যদি কোনও ভুল ত্রুটি থাকে সেটা শুধরে নেওয়া হবে। যারা এভাবে ট্রাফিকের কাজকে বদনাম করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
