জঙ্গলমহল ফুটবল উৎসবে মাতোয়ারা নাইজেরিয়ানরাও

জঙ্গলমহল ফুটবল উৎসবে মাতোয়ারা নাইজেরিয়ানরাও
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

ফুটবল আর নাচে-গানে মাতল বিষ্ণুপুর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মাঠে শুধু ফুটবল খেলা নয়, গানের তালে নেচে উঠলেন নাইজেরিয়ান ফুটবলাররাও। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার মলানদিঘীর বিষ্ণুপুরে শনিবার একরাতের জঙ্গলমহল ফুটবল উৎসব ঘিরে আবেগ পৌঁছে গিয়েছিল চরম পর্যায়ে। বিষ্ণুপুর ফুটবল টিমের উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গোপালপুর গ্রাম পঞ্চায়েত এবং বিদবিহার গ্রাম পঞ্চায়েত।

ফাইনালে মুখোমুখি হয় আসানসোলের চাঁদার রনি একাদশ ও কাঁকসার আকন্দারার মা তারা ফুটবল দল। টানটান লড়াই শেষে ১-০ গোলে জয় ছিনিয়ে নেয় রনি একাদশ। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ৬০ হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি পায় তারা। রানার্স হিসাবে মা তারা দল পায় ৪০ হাজার টাকা ও ট্রফি। এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, বেস্ট গোলকিপার সহ নানা পুরস্কার দেওয়া হয়। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত টানা খেলা দেখতে কয়েক হাজার দর্শক ভিড় জমিয়েছিল মাঠে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

সন্ধ্যায় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়, কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নব কুমার সামন্ত প্রমুখ। অবসরের ১৮ বছর পরেও বিনা বেতনে বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পাঠদান করে চলেছেন দৃষ্টিহীন প্রাক্তন প্রধান শিক্ষক রবি লাল গড়াই। তাঁকে সম্মান জানান উদ্যোক্তারা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
জঙ্গলমহল ফুটবল উৎসবে মাতোয়ারা নাইজেরিয়ানরাও
News
জঙ্গলমহল ফুটবল উৎসবে মাতোয়ারা নাইজেরিয়ানরাও
:
পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার মলানদিঘীর বিষ্ণুপুরে শনিবার একরাতের জঙ্গলমহল ফুটবল উৎসব ঘিরে আবেগ পৌঁছে গিয়েছিল চরম পর্যায়ে।
Published By
error: Content is protected !!