বিসিআরসিপি-তে টেক ফেস্টে মেতে উঠল দু’শোর বেশি পড়ুয়া

বিসিআরসিপি-তে টেক ফেস্টে মেতে উঠল দু’শোর বেশি পড়ুয়া
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত ২১ মার্চ দুর্গাপুরের Dr. BC Roy College of Pharmacy and AHS (BCRCP)-তে অনুষ্ঠিত হয় ZENTECH 2K25। শিক্ষাজগতের এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে ৫টি কলেজের ২০০ জনেরও বেশি অংশগ্রহণকারী যোগ দেন। এপিসি রায় সেমিনার হলে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের স্বাগত জানিয়ে পরিবেশিত হয় সরস্বতী বন্দনা। BCRCP-এর অধ্যক্ষ অধ্যাপক ড. সমীর কুমার সামন্ত উদ্বোধনী ভাষণে উদ্ভাবন এবং সহযোগিতা বৃদ্ধিতে ZENTECH 2K25-এর তাৎপর্য তুলে ধরেন। BCRCP-এর বোর্ড অফ গভর্নর্স এর চেয়ারম্যান অধ্যাপক ড. রাম শরণগত ঠাকুর ফার্মাসিউটিক্যাল টেকনোলজির অগ্রগতি সম্পর্কে বক্তব্য রাখেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

ZENTECH 2K25 এর বিভিন্ন প্রযুক্তিগত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গায়। এপিসি রায় সেমিনার হলে ‘CONFLICTO’ অনুষ্ঠিত হয়। সেখানে সমসাময়িক ইস্যুতে বিতর্কে মেতে ওঠে অংশগ্রহণকারীরা।  NOAA ভেন্যুতে ‘INNOVA’, ‘INNOPACK’, ‘HERBALUXE’, এবং ‘MOLÉCULA3D’ অনুষ্ঠিত হয়। প্যাকেজিং, ভেষজ ফর্মুলেশন এবং আণবিক মডেলিংয়ে উদ্ভাবনী ধারণা তুলে ধরে অংশগ্রহণকারীরা। ‘QRIOSITY’ নামে একটি আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। পড়ুয়াদের বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের জ্ঞান পরীক্ষিত হয় সেই প্রতিযোগিতায়। এর পাশাপাশি, পড়ুয়ারা বিজ্ঞানের উপর ভিত্তি করে কিছু মজার খেলারও আয়োজন করে। সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখেন ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপার্সন ঋতুপর্ণা চাকী ঘোষ। তিনি অনুষ্ঠান সফল করে তোলার পিছনে সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেকফেস্টের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পড়ুয়াদের মেধার সার্বিক বিকাশের লক্ষ্যে আয়োজিত ZENTECH 2K25 এর অংশগ্রহণকারী এবং আগত বিশিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করে সবশেষে বক্তব্য রাখেন অধ্যাপক ড. শুভব্রত রায়।

Highlight
বিসিআরসিপি-তে টেক ফেস্টে মেতে উঠল দু'শোর বেশি পড়ুয়া
News
বিসিআরসিপি-তে টেক ফেস্টে মেতে উঠল দু'শোর বেশি পড়ুয়া
:
'QRIOSITY' নামে একটি আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। পড়ুয়াদের বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের জ্ঞান পরীক্ষিত হয় সেই প্রতিযোগিতায়। এর পাশাপাশি, পড়ুয়ারা বিজ্ঞানের উপর ভিত্তি করে কিছু মজার খেলারও আয়োজন করে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!