দুর্গাপুর: ডায়াবেটিসকে দূরে রাখতে গেলে সচেতনতাই একমাত্র অস্ত্র। বৃহস্পতিবার বিশ্ব ডাইবেটিস দিবসে বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন, দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রোটারি ক্লাব অফ দুর্গাপুরের পক্ষ থেকে দিনটি উপলক্ষে কর্মসূচী নেওয়া হয়। সংস্থার সদস্যদের সঙ্গে পা মিলিয়ে হাঁটে স্কুলের খুদে পড়ুয়ারাও। দুর্গাপুরের বেনাচিতি বাজার জুড়ে চলে এই পদযাত্রা। ছিল পথনাটক থেকে নাচ। উদ্যোক্তারা জানান, ডায়াবেটিসে আক্রান্ত হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এমন নয়। বছরে একবার করে সুগার টেস্ট শারীরিক পরীক্ষা করানো অত্যন্ত জরুরী।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পদযাত্রায় পা মিলিয়ে ড. অমিতাভ বিশ্বাস বলেন, “আমরা প্রতিবছরই ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করি। এ বছরও মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য বেনাচিতি বাজার জুড়ে পদযাত্রা করলাম। আমাদের বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন সামান্য খরচে নানা চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে। ডাইবেটিস আক্রান্তদেরও আমাদের চিকিৎসকেরা নানান পরামর্শ দিয়ে থাকেন। মানুষ নিজে থেকে সচেতন হচ্ছে না। তাই আমরা পথে নেমে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করে চলেছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।