কলকাতা: আগামী ১৪ ডিসেম্বর কলকাতার উল্টোডাঙ্গা সংলগ্ন বিধান শিশু উদ্যানে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিককে নিয়ে স্মরণিকা প্রকাশ করা হবে। কুমুদ সাহিত্য মেলা কমিটির উদ্যোগে ‘পল্লিকবি ও আদালত’ শীর্ষক এই স্মরণিকা প্রকাশ করা হবে সেদিন। আসার কথা রয়েছে ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনাল এর চেয়ারপার্সন মাননীয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মন্ডল, অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম এর সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি, রাজ্য নিরাপত্তা বিভাগের ডিআইজি সুখেন্দু হীরা, রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস প্রমুখের।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ওই অনুষ্ঠানে আইনজীবীদের মধ্যে জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু সিংহ রায়, বিশ্বপ্রিয় রায়, অলোক কুমার দাস, মাসুদ করীম প্রমুখের। ওইদিন ‘বর্ধমান সহযোদ্ধা’ সংগঠনের তরফে গুণিজন সংবর্ধনা দেওয়া হবে। কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন বলেন, প্রতিবছর ৩ মার্চ মঙ্গলকোটের কোগ্রামে আমরা পল্লিকবির জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলার আয়োজন করে থাকি। সর্বপ্রথম আমরা পল্লিকবির মৃত্যুবার্ষিকীতে স্মরণিকা প্রকাশ করছি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।