‘পশ্চিম বর্ধমান জেলা সম্মান’, মনোনয়ন জমা দিতে পারেন আপনিও

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কৃতীদের সম্মান দিয়ে ‘পশ্চিম বর্ধমান জেলা সম্মান’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, দুর্গাপুর নগর নিগম, আসানসোল নগর নিগম, বিভিন্ন বণিক সভার সহযোগিতায় এই সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। শনিবার বিকেলে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দুর্গাপুর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, নগর নিগমের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। নব উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি শিল্পের সেরা উদ্যোক্তা, বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের সেরা উদ্যোক্তা, শ্রেষ্ঠ উদ্যোগী, ক্রীড়া সম্মান, শিক্ষা সম্মান, আধুনিক পশ্চিম বর্ধমানের রূপকার এবং পশ্চিম বর্ধমান রত্ন সম্মান। এই আটটি বিভাগে সম্মান দেওয়া হবে বলে জানা গিয়েছে। গত বছর দুর্গাপুর সম্মান দেওয়া হয়েছিল। এবার তা শহরের সীমানা ছাড়িয়ে জেলায় পৌঁছে যাচ্ছে। মনোনয়নপত্র দাখিল করা শুরু হয়েছে এদিন থেকেই। মনোনয়নগুলি যাচাই করে আটটি বিভাগের সেরাদের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

