দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ মার্চ ২০২৪: কয়েকশো বছরের প্রাচীন এই মন্দিরের ভিতরে খুব অল্প পরিসরের গর্ভগৃহ রয়েছে। সেখানে পিনাক সমেত বিশালাকৃতির গ্রানাইট পাথরের তৈরি শিবলিঙ্গ একটি কূপের উপরে স্থাপিত। প্রতিদিন সকালে শিবলিঙ্গের শিঙ্গার করেন সেবাইতরা। যা, রুদ্র অভিষেক নামে পরিচিত। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের (Durgapur) আড়রা এলাকায় রয়েছে প্রাচীন এই রাঢ়েশ্বর শিব মন্দির (Rarheswar Shiva temple)।
দেখুন ভিডিও
কথিত আছে, এই মন্দির প্রতিষ্ঠা করে বল্লাল সেন এক জটিল রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি যে আড়রা এলাকায় কালদিঘির পাশে শিব মন্দির প্রতিষ্ঠা করতে হবে। সেইমতো বেলে ও জামা পাথর দিয়ে গড়ে তোলা হয় রাঢ়েশ্বর শিব মন্দির। শিব পুজো করে রোগ মুক্তি ঘটে বল্লাল সেনের। মন্দিরের সেবাইত দীপয়ন চক্রবর্তী জানান, তারা পূর্বপুরুষের কাছে এই অলৌকিক কাহিনী শুনেছেন।
শিবরাত্রির দিন ভোর থেকে ভক্তদের বিশাল লাইন পড়েছে শিব মন্দির চত্বরে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তাঁরা শিবের মাথায় জল ঢালবেন বলে। যত সময় যাচ্ছে তত যেন ভিড় বাড়ছে। মন্দির চত্বরের চারদিকে ফুল, মিষ্টির দোকান বসেছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য রয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।