দুর্গাপুর দর্পণ, কাঁকসা: কটু গন্ধ যুক্ত ফেনা বেরোচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিউবওয়েল থেকে। পাড়ার আরও দুটি টিউবওয়েলেরও একই দশা। জলে বিষ মেশানো হয়েছে, এমন আতঙ্ক তাড়া করে বাড়াচ্ছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার গোপালপুরের উত্তরপাড়ার বাসিন্দাদের। খবর পেয়ে প্রশাসন টিউবয়েলগুলি সিল করে দিয়েছে। কে বা কারা এর পিছনে রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোপালপুরে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার সকালে গোপালপুর উত্তরপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এবং পাড়ার একটি টিউবওয়েলে জল নিতে গিয়ে দেখা যায় জলের সঙ্গে দুর্গন্ধযুক্ত ফেনা বের হচ্ছে। অনেকের সন্দেহ হয়, ধানের পোকা মারার বিষাক্ত কীটনাশক রয়েছে জলে। ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতে ও কাঁকসা থানার পুলিশকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রশাসনের তরফে তিনটি টিউবওয়েলই সিল করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী রানু শেঠ কর্মকার বলেন, “আমরা যখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসি তখনই জানতে পারি ঘটনার কথা। শিশুদের টিউবওয়েলের দিকে যেতে দিইনি। এই ধরণের অমানবিক ঘটনা কে বা কারা করল আমরা বুঝে উঠতে পারছি না। এই জল খেয়ে নিলে বড় ক্ষতি হতে পারত। মৃত্যু পর্যন্ত হতে পারত। আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি।” কাঁকসা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জয়জিৎ মন্ডল বলেন, “বৃহস্পতিবার রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা টিউবওয়েলের জলে তরল বিষ জাতীয় পদার্থ মিশিয়ে দেয়। শুক্রবার তড়িঘড়ি তিনটি টিউবওয়েল সিল করার ব্যবস্থা করা হয়েছে। কে বা কারা এর পিছনে রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।