নেহাত গাড়ির রেষারেষি থেকেই মৃত্যু যুবতীর! আর কী বললেন পুলিশ কমিশনার?

দুর্গাপুর: নেহাত গাড়ির রেষারেষি থেকে রবিবার মাঝ রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড়ে যুবতীর মৃত্যু হয়েছে। এমনই দাবি করেছেন পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। রবিবার মাঝ রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড়ে জাতীয় সড়কে দুষ্কৃতীদের গাড়ির ধাক্কায় গাড়ি উল্টে মৃত্যু হয়েছে হুগলির চুঁচুড়ার যুবতী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (২৭)। যুবতীর গাড়ির চালক সোমবার সকালে সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, যুবতীকে প্রথমে দুষ্কৃতীরা কটুক্তি করে। এরপর গাড়ি নিয়ে পিছু ধাওয়া করে যুবতীর গাড়িকে ধাক্কা মেরে উল্টে দেয় দুষ্কৃতীরা। তবে পুলিশ কমিশনার ইভটিজিংয়ের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সুতন্দ্রা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী ছিলেন। জানা গিয়েছে, চন্দননগর থেকে একটি গাড়ি করে চালকসহ পাঁচজন মিলে বিহারের গয়া যাচ্ছিলেন। বুদবুদ এলাকায় ১৯নং জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল ভরিয়ে গাড়িটি জাতীয় সড়ক ধরে আসানসোল অভিমুখে যেতে শুরু করে। অভিযোগ, তখন আর একটি সাদা রঙের গাড়ি তাদের গাড়িটির পিছনে ধাওয়া করতে শুরু করে। গাড়িটিতে একাধিকবার ধাক্কা দেয়। শেষ পর্যন্ত তাঁদের গাড়িটিকে ধাক্কা মেরে উল্টে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবতীর। গাড়ি ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার ২২ ঘন্টা পরেও অভিযুক্তদের কাউকে ধরতে পারেনি পুলিশ। তবে যুবতীর গাড়ির চালক ও তাঁর এক সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
