ব্যারাজ দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গেল? কী হবে এবার?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার রাত থেকে দুর্গাপুর ব্যারাজ দিয়ে ট্রাক, ডাম্পার, লরি চলাচল বন্ধ হয়ে গেল। এক কথায়, পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে গেল ব্যারাজ দিয়ে। শুধু যাত্রীবাহী বাস, অ্যাম্বুল্যান্স, দমকলের গাড়ি যাওয়ার অনুমতি থাকছে। অন্যদিকে, ছোট গাড়ি, বাইক, ট্রাক্টর সহ অন্যান্য যানবাহন যাচ্ছে ব্যারাজের নীচে গড়ে তোলা বিকল্প রাস্তা দিয়ে। ট্রাক, ডাম্পার, লরি বাঁকুড়ার দিকে মেজিয়া-রানিগঞ্জ হয়ে বা বিষ্ণুপুর-আরামবাগ হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পুলিশ সূত্রে খবর, প্রায় ৭০ বছরের পুরনো ব্যারাজের সেতু দিয়ে দৈনিক গড়ে প্রায় ২৬ হাজার যানবাহন চলাচল করে। দুর্গাপুর থেকে নয়াগ্রাম গামী ৯ নম্বর রাজ্য সড়ক গিয়েছে এই সেতুর উপর দিয়ে। বাঁকুড়া থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যারাজ হয়ে দুর্গাপুরে আসেন। সেতুর রাস্তার আমুল সংস্কারের জন্য নীচ দিয়ে বিকল্প রাস্তা গড়ে তোলা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে সেই রাস্তায় শুরু হয়ে গিয়েছে যান চলাচল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে ব্যারাজ হয়ে যাতায়াতে সময় বেশি লাগবে। তাই হাতে সময় নিয়ে বেরোতে হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

