
দুর্গাপুর দর্পণ, মঙ্গলকোট: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মঙ্গলকোটে মঙ্গলচন্ডী পুজোয় পুলিশ জলসত্রের ব্যবস্থা করেছে। আঞ্চলিক গবেষক ও সাংবাদিক রণদেব মুখার্জি জানান, মনসামঙ্গল কাব্যে বর্ণিত উজানীনগরকে যেমন পাওয়া যায়, ঠিক তেমনি সতীপীঠ খ্যাত দুটি জাগ্রত মন্দির রয়েছে এখানে। শুক্রবার এবং শনিবার দুদিন ধরে মঙ্গলচন্ডী পুজো হয় মঙ্গলকোটের অজয় নদের উপকূলে থাকা পুরাতনহাটে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এই মেলায় মঙ্গলকোটের পাশাপাশি কেতুগ্রাম, আউশগ্রাম, কাটোয়া, ভাতাড়, মন্তেশ্বর এলাকার মানুষজন ভীড় জমান। তেমনই অজয়ের ওপারে থাকা বীরভূমের নানুর এলাকার মানুষজনও আসেন এখানে পুজো দিতে। চল্লিশ হাজারের বেশি ধর্মপ্রাণ মানুষ আসেন এই মেলায়। অনেকেই তৃষ্ণার জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকেন। মঙ্গলকোট থানার পুলিশ তাঁদের জন্য জলসত্রের আয়োজন করে শরবত, ঠান্ডাজলের ব্যবস্থা করেছে। প্রায় ৩০০ বছরের প্রাচীন এই পুজো পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ, উপপ্রধান রহিম মল্লিক প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
