বেনাচিতির হোটেলে পুলিশের হানা, উদ্ধার মেয়াদ পেরোনো কোল্ডড্রিংকস, প্যাকেটজাত খাবার, তালা হোটেলে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বেনাচিতির একটি হোটেলে পুলিশের অভিযান। উদ্ধার মেয়াদ উত্তীর্ণ বহু কোল্ডড্রিংকস ও প্যাকেটজাত খাবার। হোটেলে তালা ঝুলিয়ে দিল পুলিশ। আটক করা হয়েছে মালিককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেনাচিতির ওই হোটেলে মেয়াদ উত্তীর্ণ কোল্ড্রিংস সহ নানান প্যাকেটজাত খাবার বিক্রি হচ্ছিল বলে অভিযোগ আসে। এরপরেই হানা দেয় পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ফ্রিজের ভিতর থেকে মেয়াদ উত্তীর্ণ বহু কোল্ড ড্রিংকস ও প্যাকেটজাত খাবার উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী বাপ্পা ব্রহ্মচারীকে আটক করা হয়। শিপ্রা মুখোপাধ্যায় নামের এক মহিলার অভিযোগ, “ছেলে কোল্ড্রিংকস কিনেছিল। খাওয়ার পর সন্দেহ হয়। তারপরেই দেখা যায়, তা মেয়াদ উত্তীর্ণ। আমরা তৎক্ষণাৎ দুর্গাপুর থানায় খবর দিই।” ওই ব্যবসায়ীর দাবি,”কোলড্রিংকস কোম্পানি থেকে ফেরত নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা নিয়ে যায়নি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
