চুরি যাওয়া ১৫টি মোবাইল ও খোওয়া যাওয়া ৪ লক্ষ টাকা ফিরিয়ে দিল পুলিশ

চুরি যাওয়া ১৫টি মোবাইল ও খোওয়া যাওয়া ৪ লক্ষ টাকা ফিরিয়ে দিল পুলিশ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: চুরি যাওয়া ১৫টি মোবাইল ও সাইবার প্রতারণায় খোওয়া যাওয়া প্রায় ৪ লক্ষ টাকা উদ্ধার করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। বৃহস্পতিবার সেই সব মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় থানায় আয়োজিত এক অনুষ্ঠানে। গত কয়েক মাসে নিউ টাউনশিপ থানা এলাকায় কয়েকটি মোবাইল চুরি ও সাইবার প্রতারণার ঘটনা ঘটে। তদন্তে নেমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৫ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে সাইবার প্রতারণায় শিকার হওয়া ৪ লক্ষ টাকাও উদ্ধার হয়।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

বৃহস্পতিবার দুপুরে ১৫ জন মোবাইল মালিকের হাতে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়। চার জনের হাতে উদ্ধার হওয়া টাকা ফিরিয়ে দেওয়া হয়। সাংবাদিক বৈঠক করেন এসিপি দুর্গাপুর সুবীর রায়, সিআই (এ) রণবীর বাগ, নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা। এসিপি বলেন, “চার লক্ষ টাকার বেশি উদ্ধার করে এবং ১৫ টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল। আমরা মাঝে মাঝেই ফিরে পাওয়া অনুষ্ঠান করে থাকি। এই অনুষ্ঠানের মাধ্যমে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। একজনের মোবাইলের তথ্য চুরি করে সাইবার প্রতারণা করা হয়েছিল। একজনকে চেক দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছিল। এছাড়াও নানানভাবে প্রতারণার শিকার হয়েছিলেন বেশ কয়েকজন। তাদের টাকা ফিরিয়ে দেওয়া হয়।”

Highlight
চুরি যাওয়া ১৫টি মোবাইল ও খোওয়া যাওয়া ৪ লক্ষ টাকা ফিরিয়ে দিল পুলিশ
News
চুরি যাওয়া ১৫টি মোবাইল ও খোওয়া যাওয়া ৪ লক্ষ টাকা ফিরিয়ে দিল পুলিশ
:
গত কয়েক মাসে নিউ টাউনশিপ থানা এলাকায় কয়েকটি মোবাইল চুরি ও সাইবার প্রতারণার ঘটনা ঘটে। তদন্তে নেমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৫ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে সাইবার প্রতারণায় শিকার হওয়া ৪ লক্ষ টাকাও উদ্ধার হয়।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!