বিয়ের অনুষ্ঠানে তারস্বরে বাজছিল মাইক, হানা দিল দুর্গাপুর থানা

দুর্গাপুর: বিয়ে বাড়িতে তারস্বরে মাইক বাজিয়ে চলছে বিচিত্রানুষ্ঠান। হুঁশ নেই মাধ্যমিক পরীক্ষা চলছে। সরকারি নির্দেশে মাইক বাজানো এখন বেআইনি। অভিযোগ পেয়েই দল বেঁধে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের নেতাজি ভবনে বিয়ে বাড়িতে হাজির দুর্গাপুর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় মিক্সার মেশিন ও একাধিক মিউজিকের মেশিন।
জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকে নেতাজি ভবনে বিয়ের অনুষ্ঠান চলছিল। তারস্বরে বাজছিল মাইক। এলাকায় থাকা মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে দুর্গাপুর থানার পুলিশ বিয়ের অনুষ্ঠানে হানা দেয়। কড়া ব্যবস্থা নেয় পুলিশ। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে প্রতিটি এলাকাতেই করা নজরদারি চলছে বলে পুলিশ জানিয়েছে। (The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
