সুতন্দ্রার এক সহকর্মীকে গোপন জবানবন্দি দেওয়ার জন্য দুর্গাপুর আদালতে নিয়ে গেল পুলিশ

দুর্গাপুর: রবিবার মাঝ রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার যুবতী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী তথা নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (২৭)। গাড়ির রেষারেষি থেকেই ঘটনাটি ঘটেছে বলে সিসিটিভির ফুটেজ দেখিয়ে সোমবার সন্ধ্যায় দাবি করেন পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। ইভটিজিংয়ের কোনও ঘটনা ঘটেনি বলেও দবি করেন তিনি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মূল অভিযুক্ত বাবলু যাদব বা তার সঙ্গীদের ঘটনার আড়াই দিন পরেও ধরতে পারেনি পুলিশ। তবে বুধবার সকালে কাঁকসা থানায় ডেকে পাঠানো হয় সুতন্দ্রার সহকর্মী তথা ঘটনার সময় গাড়িতে থাকা বর্ধমানের বাসিন্দা মন্টু ঘোষ ও তাঁর দাদাকে। দুপুরে তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যায় পুলিশ। আদালতে গোপন জবানবন্দি দেওয়ার জন্যই তাঁদের নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের দাবি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
