দুর্গাপুর দর্পণ, ২৩ মে ২০২৪: ভোটের প্রচারে গাছের চরম ক্ষতি করছে রাজনৈতিক দলগুলি। ভোট মিটেছে প্রায় দু’সপ্তাহ হতে চলল। এখনও গাছে গাছে পেরেক পুঁতে লাগানো ব্যানার, পোস্টার, পতাকা খোলার নাম নেই। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার জঙ্গলমহলে গেলেই দেখা যাবে এই ছবি। ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা।
কাঁকসার পরিবেশপ্রেমী প্রকাশ দাস বলেন, “রাজনৈতিক দলগুলি গাছের ক্ষতি করছে। পরিবেশের ক্ষতি করছে। মানুষের ভালোর জন্য লড়াই করতে গিয়ে পরিবেশের চরম ক্ষতি করছে ওরা। দিনের পর দিন এভাবে পেরেক বিদ্ধ থাকলে গাছ মারাও যেতে পারে।’’ রাজনৈতিক দলগুলিকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি অন্যান্য পরিবেশপ্রেমীদের সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় সচেতন করছেন মানুষকে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বন দফতরের পানাগড় বিট অফিসার অসীম কুমার বাউরি বলেন, “এইভাবে গাছে পেরেক পোঁতা সম্পূর্ণ অনৈতিক কাজ। যারা করছে তারাও জানে কতটা ক্ষতি। তার পরেও এই ধরনের কাজ করছে। মানুষকে সচেতন করা হচ্ছে। সবাই এগিয়ে না এলে পরিবেশ বাঁচবে না।’’ বনদফতরের কর্মীরা ইতিমধ্যেই গাছ থেকে পেরেক তোলার কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।