দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ জুলাই ২০২৪: রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) দুটি হলের নাম পালটে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দরবার হল এবং অশোক হলের নাম বদলে দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি ভবনের তরফে বলা হয়েছে, ঔপনিবেশিক প্রভাব সরিয়ে ভারতীয় সংস্কৃতি তুলে ধরার জন্য দুটি হলের ব্রিটিশ আমলের নাম বদলে দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি ভবনের ভিতরে অনেকগুলি হল রয়েছে। তার মধ্যে দুটি হল দরবার হল এবং অশোক হল। পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় এই দরবার হলে। অন্যদিকে অশোক হল মূলত বলরুম হিসাবে পরিচিত। বৃহস্পতিবার থেকে রাষ্ট্রপতি ওই হলের নাম পালটে দিয়েছেন। জানা গিয়েছে, দরবার হলের নাম হয়েছে গণতন্ত্র মণ্ডপ। অন্যদিকে অশোক হলের নতুন নাম দেওয়া হয়েছে অশোক মণ্ডপ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দরবার শব্দটিকে পুরোপুরি বদলে দেওয়া হয়েছে। কারণ, দরবার মানে হল রাজসভা, যা রাজতন্ত্র ও ব্রিটিশ শাসনের সময় বহাল ছিল। তাই দরবারের বদলে গণতন্ত্র রাখা হয়েছে। অন্যদিকে অশোক হলের নামে সম্রাট অশোকের নাম রেখে দেওয়া হয়েছে। শুধু ব্রিটিশদের দেওয়া হল শব্দ বদলে মণ্ডপ করে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#Rashtrapati Bhavan