কাজ নেই বাংলায়, ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে ছেলে-মেয়েরা, ক্ষোভ প্রধানমন্ত্রীর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ”অতীতে পশ্চিমবঙ্গ ভারতের বিকাশের কেন্দ্র ছিল। সারা দেশ থেকে লোক এখানে আসতেন রোজগারের জন্য। কিন্তু এখন চিত্র বদলে গিয়েছে। আজ পশ্চিমবঙ্গ ছেড়ে যুবকরা ছোটখাট কাজের জন্যও অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে।” শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলেন। রাজ্যে তৃণমূল সরকারের অপদার্থতার দরুণ এই পরিস্থিতি, এমনই দাবি করেন প্রধানমন্ত্রী। তৃণমূল নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী এই রাজ্যে এলেই উল্টোপাল্টা বলেন। রাজ্যবাসী তা জানেন।
প্রধানমন্ত্রী বলেন, “আসামে দীর্ঘ সময় পর বিজেপি ক্ষমতায় এসেছে। আজ আসাম দারুণ গতিতে এগোচ্ছে। ত্রিপুরাতেও বিজেপি সরকার দুর্দান্ত কাজ করেছে। ওড়িশায় বিজেপি সরকার গঠন করেছে। ওড়িশাতেও দেখবেন খুব দ্রুত বিকাশ হবে। তাই এই রাজ্যে একবার বিজেপিকে সুযোগ দিন। বিকশিত বাংলা মোদির গ্যারান্টি। বিকশিত বাংলা বিজেপির সংকল্প। দুর্গাপুরের হৃত গৌরব উদ্ধার করতে চাই। এর জন্য দরকার নতুন বিনিয়োগ। যুব সমাজের শিক্ষা এবং প্রযুক্তি শিক্ষার দরকার। কিন্তু যতদিন তৃণমূল আছে ততদিন হবে না।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এদিন প্রধানমন্ত্রী ১৯৫০ কোটি টাকার বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় গ্যাসের পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১১৯০ কোটি টাকা ব্যয়ে দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের দুর্গাপুর থেকে কলকাতা অংশের (১৩২ কিলোমিটার) উদ্বোধন করেন। অন্ডালের ডিএসটিপিএস এবং রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে ১৪৫৭ কোটি টাকা ব্যয়ে উন্নত দূষণ নিয়ন্ত্রক ব্যবস্থা (এফজিডি), ৩৯০ কোটি টাকা ব্যয়ে পুরুলিয়া-কোটশিলা ডবললাইন (৩৬ কিলোমিটার), রানিগঞ্জের তপসি ও পান্ডবেশ্বরে মোট ৩৮০ কোটি টাকা ব্যয়ে দুটি রোড ওভারব্রিজ এর উদ্বোধন করেন।
এদিন প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাদের বলছি বাংলার পরিস্থিতি বদলানো সম্ভব। বিজেপি সরকার এখানে আসার পর পশ্চিমবঙ্গ অন্যতম শিল্পোন্নত রাজ্য হয়ে উঠবে। এখানে তৃণমূল সরকার বাংলার বিকাশের পথে অন্তরায়। যেদিন তৃণমূল সরকারের পতন হবে সেদিন থেকে বাংলা নতুন গতিতে দৌড়াবে। তৃণমূল সরকার গেলে তবেই আসল পরিবর্তন হবে। টিএমসি যাবে তবেই আসল পরিবর্তন আসবে।”
প্রধানমন্ত্রীর সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। তিনি তাঁর বক্তব্যে বলেন, এবার তিনি মাঠে নামবেন। পরে দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে তিনি বলেন, “২৩,২৪ জুলাই থেকে তিনি মাঠে নামবেন। তৃণমূলের সাথে লড়াই করতে গিয়ে প্রতিদিনই বাধার মুখে পড়ছে বিজেপি।পুলিশকে শুধু নিরপেক্ষ হতে বলুন। তারপরে দেখুন বিজেপি কেমন খেলে!”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

