চাকরি হারা শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মিছিল দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: এসএসসি প্যানেল বাতিলের জেরে যোগ্য শিক্ষকেরাও চাকরি হারিয়েছেন। চাকরি ফিরে পেতে তাঁরা বিকাশ ভবনের সামনে আন্দোলন করার সময় পুলিশ নির্মমভাবে তাঁদের উপর হামলা করেছে পুলিশ। এমন অভিযোগ তুলে প্রতিবাদে বুধবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারে প্রতিবাদ মিছিল বের করে দুর্গাপুর নাগরিক সমাজ।
এসএসসি প্যানেল বাতিলের প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে দুর্গাপুর নাগরিক সমাজ। দুর্গাপুরের সিটি সেন্টারজুড়ে চলে এই প্রতিবাদ মিছিল। নেতৃত্ব দেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন,”এসএসসির প্যানেল বাতিলের ফলে চাকরি গিয়েছে যোগ্য শিক্ষকদেরও। তারই প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিক্ষোভে নেমেছিল যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তখনই তাদের উপর নির্মমভাবে হামলা চালায় পুলিশ। তারই প্রতিবাদে আজকের প্রতিবাদ মিছিল। ধারাবাহিকভাবে চলবে আমাদের আন্দোলন।” ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

