ডিটিপিএসে বহিরাগতদের গ্রেফতারের দাবিতে ফাঁড়িতে জোরদার বিক্ষোভ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: উচ্ছেদে বাধা দেওয়া বহিরাগতদের গ্রেফতারের দাবিতে দুর্গাপুর থানার ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করল ভিলেজ কো-অর্ডিনেশন কমিটি। ডিটিপিএসের সম্প্রসারণের কাজ আটকে গেলে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি কমিটির নেতাদের।
দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) ডিটিপিএসের (দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন) সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। জবরদখলকারীদের উচ্ছেদ করতে গিয়ে অনেক সময় বাধার মুখে পড়তে হচ্ছে ডিভিসি কর্তৃপক্ষকে। বুধবার উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
গ্রামবাসীদের দাবি, এলাকার মানুষ কারখানা সম্প্রসারণ চান। কিন্তু বহিরাগতরা কয়েকজনকে উসকানি দিয়ে কারখানা সম্প্রসারণের কাজে বাধা দিচ্ছে। এদিন ডিটিপিএস ফাঁড়ির সামনে বিক্ষোভে সামিল হয় হাজার খানেক মানুষ। কারখানার দাবিতে স্লোগান দিতে থাকেন। ভিলেজ কো-অর্ডিনেশন কমিটির সহ-সভাপতি এবং আইনজীবী সুব্রত মুখার্জির দাবি, “বস্তিবাসীরাও চাইছেন কারখানার সম্প্রসারণ। কিন্তু জনাকয়েক বহিরাগত দুষ্কৃতী তাঁদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তাদের গ্রেফতারের দাবি করছি। কারখানা সম্প্রসারণ এর কাজ যদি আটকে যায় আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
