যুবকের দেহ নিয়ে নিউ টাউনশিপ থানায় তুমুল বিক্ষোভ, এল কমব্যাট ফোর্স

পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল পরিবার
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: তিন দিন নিখোঁজ থাকার পরে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অমরাবতীর ভ্যাম্বে কলোনির যুবক ভৈরব ক্ষেত্রপালের (২৩) দেহ উদ্ধার হয় বাড়ির পিছনের জঙ্গলে মন্দিরের পাশের গাছ থেকে। রবিবার সকালে দেহ উদ্ধারের পরে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতের পরিবার ব্যাপক ভাঙচুর চালায় ভৈরবের প্রেমিকা যে আত্মীয়ের বাড়িতে থাকে, সেখানে। অভিযোগ, ওই প্রেমিকা ভৈরবকে ডেকে নিয়ে গিয়ে অন্যদের সহায়তায় ভৈরবকে খুন করে দেহ নিয়ে এসে তার বাড়ির পিছনে ঝুলিয়ে দিয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ময়নাতদন্তের পরে সোমবার বিকালে ভৈরবের দেহ নিয়ে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। আচমকা শুরু হয় ইট বৃষ্টি। ঘাড়ে, মাথায় চোট পান সিটি সেন্টার ফাঁড়ির আইসি সুদীপ্ত বিশ্বাস। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় কমব্যাট ফোর্স। মৃত যুবকের কাকিমা নমিতা ভগতের অভিযোগ, “আমাদের ছেলেকে ওই মেয়েটি মেরে দিয়েছে। এখনও তাকে পুলিশ গ্রেফতার করেনি। আমরা তাই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছি। কঠোর শাস্তি দাবি করছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
