দুর্গাপুর: বুধবার সকালে বাম সংগঠন ও আদিবাসী সংগঠন যৌথভাবে কাঁকসা বিডিও অফিস ও ভূমি দফতরের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করে। আবাস যোজনায় দুর্নীতি, আদিবাসীদের জমি দখল এবং শিল্প তালুক থেকে নির্গত বিষাক্ত দূষণ, মূলত এই তিন দফা দাবি নিয়েই এই সমাবেশের ডাক দেওয়া হয় । বিডিওকে লিখিতভাবে পুরো বিষয় জানানো হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
আদিবাসী সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, আবাস যোজনা নতুন করে প্রায় ২৬০০ জন আবেদন করছেন। তাদের আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে হবে। অপরদিকে, কাঁকসার রঘুনাথপুরে আদিবাসীদের খেলার জমি, যা দখল হয়ে গিয়েছে তা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। পানাগড় শিল্প তালুক থেকে নির্গত বিষাক্ত গন্ধ এলাকায় দূষণ ছড়াচ্ছে। তা বন্ধ করতে হবে। এদিন প্রায় ২৬০০ জন আবাস যোজনার জন্য নতুন করে ফর্ম নিয়ে কাঁকসার বিডিও অফিসে জমা দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।