
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ভ্যাম্বে কলোনিতে বিয়েবাড়িতে ৮ মার্চ গভীর রাতে যুবক খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে দুর্গাপুর আদালতের সামনে চলছে বিক্ষোভ। বর পক্ষের ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের ফাঁসির দাবি জানিয়ে পান্ডবেশ্বরের বাঙালপাড়ার বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ রয়েছে ঘটনাস্থলে।
সেই রাতে বিয়েবাড়িতে বর পক্ষ-কনে পক্ষের মারামারি হয়। খুন হয় কনের আত্মীয় আতিশ বেদ (১৮)। ভেস্তে যায় বিয়ে। বিয়ের প্যান্ডেলে তুমুল ভাঙচুরও করা হয়। রাত ১টা নাগাদ বাড়িতে গানের আসরে ঝামেলা শুরু হয়। বরাকর থেকে বরযাত্রীরা এসে পৌঁছায়। বিয়ে বাড়ির ডান্স প্লাটফর্মে গান পরিবর্তন করতে বলে বর পক্ষ। কনে পক্ষ গান পরিবর্তন করতে রাজি হয়নি। এরপরেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এইসময় আচমকা কনে পক্ষের আত্মীয় আতিশের উপরে চড়াও হয় বর পক্ষ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সেই রাতেই তিন জনকে গ্রেফতার করে পুলিশ। পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। শনিবার তাদের পুলিশ হেফাজত শেষে দুর্গাপুর আদালতে তোলা হয়। পান্ডবেশ্বর থেকে লোকজন এসে সকাল থেকেআদালতের সামনে ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ পৌঁছায়। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন আতিশের আত্মীয় পরিজনেরা। উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। মৃত যুবকের মা কর্মিলা বেদের দাবি, “এই ঘটনার মূল অভিযুক্ত টাকলু পাশওয়ানের ফাঁসি চাই। এই ঘটনার সাথে আরও যারা জড়িত তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই দাবিতেই আমরা আদালতের সামনে বিক্ষোভ করছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
