দুর্গাপুর: লটারি হয়েছে ১৪ বছর আগে। জমি মেলেনি আজও। প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) সামনে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর ঊর্বশী (সিএমইআরআই) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সরকারি কর্মীরা। তাঁদের অভিযোগ, ২০১০ সালে এডিডিএর তরফে লটারির মাধ্যমে জমি দেওয়া হবে বলা হয়েছিল। সেজন্য ২০ হাজার টাকা করে জমা নেওয়া হয়। তারপর থেকে টালবাহানা শুরু হয়। এডিডিএ জানায়, ডিএসপি জমি না দেওয়ায় আবেদনকারীদের জমি দেওয়া যাচ্ছে না।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও জমি না মেলায় বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে দেন উর্বশী (সিএমইআরআই) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিক্ষোভকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী জগবন্ধু মজুমদার বলেন, “২০১০ সালে লটারি হয়েছিল। এডিডিএ এবং ডিএসপির টালবাহানায় আমাদের জমি দেওয়া হয়নি। আমাদের প্রায় ১ হাজার পরিবার রয়েছে। জমি না পেয়ে প্রথমে দুর্গাপুর আদালতে পরে বর্ধমান আদালত শেষে কলকাতা হাইকোর্টে গিয়েছি। এডিডিএ কারওর কথা শুনছে না। টালবাহানা করছে। অথচ ভেতরে ভেতরে জমি বেরিয়ে যাচ্ছে। আমরা মন্ত্রী প্রদীপ মজুমদারকে বিষয়টা জানিয়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছিলেন।” এ বিষয়ে এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বলেন, “এটা বিচারাধীন বিষয়। এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।