বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গণস্বাক্ষর অভিযান গোপালমাঠে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিদ্যুৎ বিল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পরিষেবার মান নামছে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরের গোপালমঠ এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ এর সমস্যায় জেরবার তাঁরা। এর বিরুদ্ধে ভূমি রক্ষা কমিটি আন্দোলনের প্রস্তুতি নিয়েছে। রবিবার গোপালমাঠ টাঙ্কি তলায় কমিটির পক্ষ থেকে গণস্বাক্ষর অভিযান চালানো হয়, যার একটি অনুলিপি বিদ্যুৎ দফতরকে দেওয়া হবে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সংগঠনের সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বলেন, “বিল পরিশোধ করতে দেরি হলে বিদ্যুৎ দফতর গ্রাহকের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। কিন্তু যখন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কারণে সাধারণ মানুষ গরমে কষ্ট পাচ্ছেন, তখন বিদ্যুৎ দফতরের কোনও হেলদোল নেই। বিদ্যুৎ দফতরের অনিয়মের বিরুদ্ধে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে। সেজন্য গণস্বাক্ষর অভিযান চালানো হয়েছে। এবার বিদ্যুৎ দফতরের অফিসের সামনে বিক্ষোভ করা হবে। এলাকার বহু মানুষ উপস্থিত থাকবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

