দুর্গাপুর: শীতের রাতে ডাস্টবিনের মধ্যে সারমেয় শাবকদের জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। একটি সেখানেই মারা গিয়েছে। আশঙ্কাজনক আরও ৫টি শাবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার তিলক রোড এলাকায়। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে তিলক রোডের ৩০ নম্বর স্ট্রিটের একটি গ্যারেজের পাশের ডাস্টবিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। স্থানীয়রা ডাস্টবিনের সামনে গিয়ে দেখেন ৬টি সারমেয় শাবক জ্বলছে। কোনও ক্রমে শাবকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। তবে ১ সারমেয় শাবকের মৃত্যু হয়। পাঁচ শাবকের অবস্থা আশঙ্কাজনক।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শনিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। স্থানীয় বাসিন্দা অপর্ণা মুখোপাধ্যায় বলেন, “রাতে ডাস্টবিনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে দেখে আমরা সেখানে যাই। দেখি, ছয়টি কুকুরের বাচ্চা জ্বলছে। বই, খাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছে। গন্ধ যাতে না ছড়ায় সেই জন্য নুনের প্যাকেট ফাটিয়ে রাখা হয়েছিল। এই নির্মম ঘটনা দেখে আমরা হতবাক। ছয়টি শাবককেই উদ্ধার করা হয়। তবে একটির মৃত্যু হয়। বাকি পাঁচটির চিকিৎসা চলছে। যারা এর সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তি দাবি করছি।” পশুপ্রেমী অনিন্দিতা সরকার বলেন, “সদ্যোজাত সারমেয় শাবকদের উপর এই নির্মম ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। আমরা খবর পাওয়া মাত্র সেখানে যাই। দোষীদের কঠোর শাস্তি চাই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।