দুর্গাপুর: দুর্গাপুরে ১১-১২ জানুয়ারি ‘সাউথ বেঙ্গল স্টেট কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৫’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্পোর্টস হস্টেল ময়দানে। দক্ষিণবঙ্গের ১২টি জেলা থেকে ১৮৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ৭ বছর থেকে শুরু করে ৫৫ বছর বয়সী প্রতিযোগীরা অংশ নেয়। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য পায় পূর্ব বর্ধমান জেলা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পূর্ব বর্ধমানের হয়ে ‘কিপ ফিট’ স্কুল থেকে অংশগ্রহণ করেছিল ৫ জন শিক্ষার্থী। তারা বিভিন্ন বিভাগে সাফল্য পেয়েছে। সোনা পেয়েছে উজান আইচ, কুন্তল ঘোষ, সুদীপ বিশ্বাস। রুপো পেয়েছে অরিন্দম সরকার ও শিবম মন্ডল। কোচ শেখ কবিরুল হোসেন বলেন, ওরা প্রত্যেকেই প্রতিভাবান। ভবিষ্যতে জেলার নাম আরও উজ্জ্বল করবে ওরা। এই সাফল্যে খুশী পূর্ব বর্ধমানবাসী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।