দুর্গাপুর দর্পণ, ৯ মে ২০২৪: বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের রাজেন্দ্রনাথ গ্রুপ অফ ইনস্টিটিউশনে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন গ্রুপের সব প্রতিষ্ঠানের অধ্যক্ষরা। এরপর বিভাগীয় প্রধানেরা একে একে বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
মূল অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাশাপাশি তাঁদের পরিবেশিত আধঘন্টার রবীন্দ্রনৃত্যের একটি কোলাজ বিশেষ ভাবে নজর কাড়ে। এই অনুষ্ঠানের সফল রূপায়নে উল্লেখযোগ্য ভূমিকা নেন প্রতিষ্ঠানের নৃত্য বিভাগের শিক্ষিকা পল্লবী সাহা।
রাজেন্দ্রনাথ গ্রুপ অফ ইনস্টিটিউশনের চেয়ারম্যান জয়ন্ত চক্রবর্তী জানান, যথোচিত মর্যাদার সঙ্গে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়। ছাত্র-ছাত্রীদের নানা উপস্থাপনা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। ভর্তি চলছে। যোগাযোগ- 8170031466 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।