
দুর্গাপুর দর্পণ, কলকাতা: গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে আয়োজিত হল রবি কিরণের অনুষ্ঠান, ‘তোমায় দিতে পূজার ডালি’। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুমন পান্থি, দেবশ্রী বিশ্বাস, ঋতুকণা ভৌমিক সহ মোট ১৫ জন শিল্পী। এছাড়া রবি কিরণ,খোলা হাওয়া,গান ঘর কাব্যসঙ্গীত অ্যাকাডেমির সদস্যরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন। আবৃত্তি পরিবেশন করেন ড. শতানিক ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুদীপ্তা মুখোপাধ্যায়।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
Highlight

News
কলকাতার রবীন্দ্রসদনে রবি কিরণের অনুষ্ঠান, 'তোমায় দিতে পূজার ডালি'
:গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে আয়োজিত হল রবি কিরণের অনুষ্ঠান, 'তোমায় দিতে পূজার ডালি'।
Published by
Arpita Majumder
Publisher
Durgapur Darpan
WhatsApp Group
Join Now