দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৪ আগস্ট ২০২৩: শ্রাবণ (Sawan) মাস হল শিবের (Shiva) মাস। ভক্তরা মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সারা মাস ধরে বিশেষ নিয়মে পুজো করে থাকেন দেবাদিদেবের। বিশেষ গুরুত্বপূর্ণ হল শ্রাবণ মাসের শেষ সোমবার। পুরাণে বলা হয়, পিতৃপক্ষের শেষপর্বে, শ্রাবণের এই শেষ সোমবারে শিবের আরাধনা করলে সংসার সুখে ভরে ওঠে। দূর হয় রোগ বালাই। শিবকে তুষ্ট করতে পারলে হয় অসাধ্য সাধন।
কীভাবে করতে হবে পুজো? সন্ধ্যার সময় শিবলিঙ্গের সামনে ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। এরপর শিবকে ত্রিপত্র বেলপাতা, দুধ ও গঙ্গাজল দিয়ে অভিষেক করতে হবে। ধুপ ও দীপ জ্বেলে ‘ওম নমঃ শিবায়’ মন্ত্রে এক মনে শিবের ধ্যান করতে হবে। কামনা করতে হবে, তিনি যেন সব সময় পাশে থাকেন। আপদে, বিপদে যেন সহায় হন। তাহলেই কেল্লা ফতে! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।