তরুণীর দাড়ির দৈর্ঘ্য এক ফুট! গিনেস বুকে রেকর্ড

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১২ আগস্ট ২০২৩: এক ফুট লম্বা দাড়ির জোরে গিনেস রেকর্ড (Guinness World Record) করলেন আমেরিকার মিচিগান শহরের বাসিন্দা ৩৮ বছরের এরিন হানিকাট। তিনিই বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা দাড়িওয়ালা মহিলা। তিনি ৭৫ বছরের ভিভিয়ান হুইলারের রেকর্ড ভেঙে দিয়েছেন। ভিভিয়ানের দাড়ির দৈর্ঘ্য ছিল ১০.০৪ ইঞ্চি। এরিনের দাড়ি তার থেকে ১.৪ ইঞ্চি বেশি লম্বা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।