দুর্গাপুর পুর নিগম এবার দু’জনের হাতে, ছ’দিনে দ্বিতীয় বদল
এক ধাক্কায় বাদ তিন জন!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর পুরসভায় ফের পালা বদল। মাত্র ছ’দিনের ব্যবধানে আবারও প্রশাসকমণ্ডলীর রদবদল হলো দুর্গাপুর পুর নিগমে। গত শনিবার ভাইস চেয়ারপার্সেন পদে পরিবর্তনের পর, বৃহস্পতিবার নতুন সরকারি নির্দেশিকায় চেয়ারপার্সেন ও ভাইস চেয়ারপার্সেন ছাড়া বাকিদের অপসারণ করা হয়েছে। ফলে এখন থেকে দুইজনের প্রশাসকমণ্ডলীই পুরনিগমের দায়িত্ব সামলাবেন — চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং নতুন ভাইস চেয়ারপার্সেন ধর্মেন্দ্র যাদব।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
২০২২ সালের ৬ সেপ্টেম্বর পূর্ববর্তী বোর্ডের মেয়াদ শেষ হতেই পাঁচ সদস্যকে নিয়ে প্রশাসকমণ্ডলী গঠন করা হয়েছিল। অনিন্দিতার সঙ্গে ছিলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়, ধর্মেন্দ্র যাদব, দীপঙ্কর লাহা ও রাখি তিওয়ারি। গত জুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসকমণ্ডলীর একজন বাদে বাকিদের ‘অপদার্থ’ আখ্যা দিয়ে সরানোর নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। তবে সম্প্রতি নির্দেশিকা জারি করে প্রথমে অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাঁর জায়গায় ধর্মেন্দ্রকে ভাইস চেয়ারপার্সেন করা হল। এবার তিন সদস্যকে একেবারে বাদ দিয়ে দেওয়া হল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


