খোদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পাড়াতেই ডাস্টবিন উপচে মাছি ভন ভন পরিস্থিতি!

খোদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পাড়াতেই ডাস্টবিন উপচে মাছি ভন ভন পরিস্থিতি!
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ডাস্টবিন থেকে উপচে পড়ছে আবর্জনা। ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। বাড়ছে মশা-মাছির উপদ্রব। দুর্গন্ধে টেকা দায়। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পাড়াতেই না কি এই পরিস্থিতি! এমনই অভিযোগ এলাকাবাসীর। কর্মাধ্যক্ষ বলছেন, এর দায় কেন্দ্রের। বিরোধীরা বলছেন, অবিলম্বে দায় নিয়ে পদত্যাগ করা উচিত কর্মাধ্যক্ষের। সব মিলিয়ে জোর তরজা চলছে পানাগড়ে।

এলাকায় গিয়ে দেখা গিয়েছে, ডাস্টবিন থেকে উপচে পড়ছে আবর্জনা। টানাটানি করছে ছাগল, কুকুরের দল। পঞ্চায়েতের ডাস্টবিন ভরে যাওয়ায় এখন আবর্জনা জমা হচ্ছে একটি ফাঁকা জায়গায়। ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা-মাছির উপদ্রব। পরিকল্পনাহীন নিকাশি নালার নোংরা জল উঠে আসছে রাস্তায়। বর্ষায় ঢুকে যায় বাড়ির ভিতরে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাসের পাড়া, পানাগড় রেলপাড় সংলগ্ন জল ট্যাঙ্কি এলাকার বাসিন্দাদের এমনই অভিযোগ। 

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

এই এলাকা থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়ির দূরত্ব ১০০ মিটার। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের উপর দায় ঠেলেছেন খাদ্য কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস। বিরোধীদের অভিযোগ, যদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে থাকা একজনের পাড়ার এই দুরাবস্থা হয়, তাহলে বাকি এলাকার কী অবস্থা তা সহজেই বোঝা যাচ্ছে। কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করা উচিত ওঁর। এমন দাবি বিজেপির। সামনেই বর্ষা আসছে। তখন যে পাড়ার পরিস্থিতি কী হবে সে কথা ভেবে এখন থেকে চরম দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন এলাকাবাসী।

 (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

খোদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পাড়াতেই ডাস্টবিন উপচে মাছি ভন ভন পরিস্থিতি!
খোদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পাড়াতেই ডাস্টবিন উপচে মাছি ভন ভন পরিস্থিতি!
পঞ্চায়েতের ডাস্টবিন ভরে যাওয়ায় এখন আবর্জনা জমা হচ্ছে একটি ফাঁকা জায়গায়। ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা-মাছির উপদ্রব। পরিকল্পনাহীন নিকাশি নালার নোংরা জল উঠে আসছে রাস্তায়।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!