অটোচালকের দাদাগিরি! দুর্গাপুরে অবসরপ্রাপ্ত LIC আধিকারিকের গাড়ির কাঁচ ভাঙচুর
রক্তের রিপোর্ট আনতে গিয়ে বিপত্তি!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বিধাননগরে চাঞ্চল্যকর ঘটনা। এক অটোচালকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলেছেন জীবন বীমা নিগম (LIC)-এর অবসরপ্রাপ্ত আধিকারিক তপন মজুমদার। শনিবার সকালে তিনি রক্তের রিপোর্ট সংগ্রহ করতে বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে যান। রিপোর্ট নিয়ে হাসপাতাল চত্বর থেকে গাড়ি ঘোরানোর সময় তাঁর গাড়ির সামান্য ধাক্কা লাগে একটি অটোতে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অভিযোগ, এর পরই ওই অটোচালক প্রবল ক্ষোভে ফেটে পড়েন। তপনবাবুর গাড়ির সামনে এসে সামনের কাঁচ ভেঙে দেয় এবং গাড়ির বনেটে ক্ষতি করে।ঘটনার পর তপন মজুমদার বিধাননগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোস্ট্যান্ডে তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত অটোচালকের খোঁজ শুরু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


