বেআইনি নিয়োগ নিয়ে নাজেহাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়! অভিযোগ দায়ের হচ্ছে থানায়

বেআইনি নিয়োগ নিয়ে নাজেহাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়! অভিযোগ দায়ের হচ্ছে থানায়
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের শিল্প কারখানায় বেআইনি নিয়োগ নিয়ে নাজেহাল আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাই শহর জুড়ে অভিযোগ জানানোর হোয়াটসঅ্যাপ নম্বরের পোস্টার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে সেই পোস্টার প্রকাশ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আইএনটিটিইউসি কোর কমিটির সদস্যরা।  

এদিন ঋতব্রত জানান, বেআইনি ভাবে এএসপি কারখানায় তিনজন ঠিকা শ্রমিকের নিয়োগ হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে মায়াবাজারের সমীর সিং, ঠিকাদার সংস্থার সাহেব গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। ওই ৩ জন ছাড়াও আরও ১২ জনের নিয়োগ হয়েছে এএসপিতে। তাঁদের নামও থাকবে সেই অভিযোগে। কোনও রাজনৈতিক ইন্ধন থাকলে পুলিশকে তা তদন্ত করে দেখতে বলা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন বলে জানান ঋতব্রত।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

অভিযোগ, সমীর সিং একজন স্বঘোষিত আইএনটিটিইউসি নেতা। ঋতব্রত বলেন, “কোনও বেআইনি নিয়োগ বরদাস্ত করা হবে না। পুলিশকে বলা হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।” দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের কটাক্ষ, “তৃণমূলের সবাই চোর। একদল বেরোবে, একদল ঢুকবে। এটাই তৃণমূলের সংস্কৃতি। এফআইআর করে আই ওয়াশ করা হচ্ছে। আদতে কারওর কিছু হবে না। শুধু লুটপাট চালানোই কাজ তৃণমূলের।”

 (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
বেআইনি নিয়োগ নিয়ে নাজেহাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়! অভিযোগ দায়ের হচ্ছে থানায়
News
বেআইনি নিয়োগ নিয়ে নাজেহাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়! অভিযোগ দায়ের হচ্ছে থানায়
:
বেআইনি ভাবে এএসপি কারখানায় তিনজন ঠিকা শ্রমিকের নিয়োগ হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে মায়াবাজারের সমীর সিং, ঠিকাদার সংস্থার সাহেব গাঙ্গুলীর বিরুদ্ধে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!