জয়দেব: কথিত আছে পৌষ মাসের সংক্রান্তির ভোরে গীতগোবিন্দর রচয়িতা কবি জয়দেব অজয়ের জলে দর্শন পেয়েছিলেন মা গঙ্গার। তারপর থেকেই পুণ্য লাভের আশায় প্রতিবছর মকর সংক্রান্তির পুণ্য লগ্নে অজয়ের জলে পুণ্য স্নানের আশায় দেশ-বিদেশের পূর্ণার্থীদের আগমন ঘটে। তিন দিন ধরে চলে মেলা। আড়াইশো আখড়ায় বসে বাউল আর হরিনামের আসর।
মঙ্গলবার ভোর থেকে কনকনে শীতকে উপেক্ষা করে পুণ্যার্থীরা অজয় ডুব দিলেন। ডুব দিয়েই জয়দেব কেন্দুলীতে রাধা বিনোদের মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন। বীরভূম জেলা পুলিশ ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ বাহিনী ত্রিস্তরীয় নিরাপত্তায় এলাকা মুড়ে রেখেছে। করা হয়েছে বহু ওয়াচ টাওয়ার। সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। জলপথে নজরদারি চালাচ্ছে উদ্ধারকারী দল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে মনে হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।